Site icon Jamuna Television

শনিবার মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে নামবে নাজমুল একাদশ

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল রেসে এগিয়ে থাকার লড়াইয়ে শনিবার মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এর আগে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ৪ উইকেটের সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করে নাজমুল একাদশ। বোলিংয়ে তাসকিন, আল আমিনদের সাথে নাঈম-রিশাদরা বড় ভরসা নাজমুল একাদশের। সঙ্গে শেষ ম্যাচে মুশফিকের সেঞ্চুরি আশাবাদী করছে নাজমুল শান্তর দলকে। তবে সৌম্য-শান্তদের অফ ফর্ম চিন্তার বড় কারণ দলটির।

এদিকে রুবেল, এবাদত-সুমনদের নিয়ে গড়া পেস অ্যাটাক বড় শক্তি মাহমুদউল্লাহ একাদশের। মুমিনুল-রিয়াদ-সোহানরা প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ নিতে। ম্যাচের আগের দিন রিয়াদরা মিরপুরে ঘাম ঝরালেও টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে নাজমুল একাদশ।

ইউএইচ/

Exit mobile version