Site icon Jamuna Television

আইপিএল-এ কলকাতাকে ৮ উইকেটে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার করা ১৪৮ রানের জবাবে কুইন্টন ডি ককের অপরাজিত ৭৮ রানে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় মুম্বাই।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ৪২ রানেই ৪ উইকেট হারায় তারা। এরপর জ্বলে ওঠে প্যাট কামিন্সের ব্যাট। তার ৩৬ বলে অপরাজিত ৫৩ আর এই ম্যাচে অধিনায়কত্ব পাওয়া এউইন মরগানের ৩৯ রানে লড়াই করার মতো পুঁজি পায় কলকাতা।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে সাথে নিয়ে দারুণ শুরু করেন কুইন্টন ডি কক। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিং’য়ে ৬২ বলে ৯৪ রানের জুটি গড়ে দেয় জয়ের ভিত। রোহিত ৩৫ রান করে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন ডি কক। তার হার না মানা ৭৮ রানে ভর করে সহজেই লক্ষ্যে পৌছায় মুম্বাই।

একই সাথে দিল্লীকে রান রেটে পেছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখল করে নেয় রোহিত শর্মার দল।

Exit mobile version