Site icon Jamuna Television

চীনে ৬০ ডলারে মিলছে সিনোভ্যাক বায়োটেকের পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন

চীনের জিয়াশিং শহরে ভোক্তাপর্যায়ে ৬০ ডলারে মিলছে, সিনোভ্যাক বায়োটেকের পরীক্ষামূলক ভ্যাকসিন। স্থানীয় মুদ্রায় দুই ডোজের এ ভ্যাকসিনের জন্য গুণতে হচ্ছে ৪শ’ ইউয়ান। পরীক্ষামূলক অবস্থাতেই বাণিজ্যিকভাবে করোনার টিকা বিক্রির তথ্য নিশ্চিত করেছে চীনা স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, জরুরি বিবেচনায় ১৮ থেকে ৫৯ বছর বয়সী গুরুতর অসুস্থ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টিকাগ্রহণে অগ্রাধিকার পাবেন। এজন্য প্রয়োজনে চিকিৎসক ও প্রশাসনের পরামর্শও নিতে পারবেন তারা। তবে জরুরি বিবেচনায় কোন দিকগুলো প্রাধান্য পাবে, তা স্পষ্ট করেনি জিনশিয়াং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা।

চীনে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে করোনার ১১টি ভ্যাকসিন; যার চারটিই শেষ ধাপে পৌঁছেছে। কোনোটিই গণমানুষের জন্য বাজারে ছাড়ার অনুমোদন দেয়া না হলেও, এরই মধ্যে টিকা নিয়েছে হাসপাতাল-বন্দরসহ ঝুঁকিপূর্ণ জায়গায় কর্মরত লাখো মানুষ।

Exit mobile version