Site icon Jamuna Television

ফ্রান্সে করোনার বিস্তার রুখতে মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ শুরু

ফ্রান্সে করোনাভাইরাসের বিস্তার রুখতে মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ শুরু হয়েছে শনিবার। রাজধানী প্যারিসসহ ৯টি শহরে কারফিউ নিশ্চিতে মাঠে নামছে নিরাপত্তা বাহিনীর ১২ হাজার সদস্য।

এর আওতায়, রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রতিদিন বন্ধ থাকবে বার, রেস্তোরাঁ ও ক্যাফে। হবে না বিয়ের আয়োজন এবং পার্টি ও জনসমাগম, খেলাধুলা। মহামারির দশম মাসে এসে করোনার রেকর্ড ৩০ হাজার সংক্রমণ শনাক্তের পরদিন, শুক্রবারও একদিনে ২৫ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত করেছে ফ্রান্স।

এদিন প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ হাজারের বেশি সংক্রমণ দেখেছে ইতালিও। একদিনে ২৮ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে ইংল্যান্ডে। যুক্তরাষ্ট্রে জুলাইয়ের পর প্রথম, দিনে ৭০ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। তবে ভারতে গেল ১৫ দিনে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে ১৮ শতাংশ। পরিস্থিতি উন্নতির দিকে অস্ট্রেলিয়াতেও।

Exit mobile version