Site icon Jamuna Television

নওগাঁ-৬ আসনেও চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ

ঢাকা-৫ আসনের পাশাপাশি নওগাঁ-৬ আসনেও চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। সময় বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে বেশ।

ইভিএম পদ্ধতি আত্রাই ও রানীনগর উপজেলার মোট ১০৪ টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম আর এনপিপি থেকে লড়ছেন ইনতেখাব আলম। গেল ২৭ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Exit mobile version