Site icon Jamuna Television

সৃজিতের হাত ধরে পূজা প্যান্ডেলে মিথিলা

সৃজিতের হাত ধরে পূজা প্যান্ডেলে মিথিলা

করোনা এবার দুর্গাপূজার আনন্দকে অনেকটাই মাটি করে দিয়েছে। তার ওপর কয়েক দিন ধরে ঝুম বৃষ্টি। এরই মধ্যে সুরক্ষা বিধি মেনে অষ্টমীর অঞ্জলিতে মণ্ডপে হাজির কলকাতার সেলিব্রিটিরা। তাদের মধ্যে বাংলাদেশের মিথিলাও ছিলেন। খবর- আনন্দবাজার পত্রিকা।

শনিবার সকালে কলকাতায় অষ্টমীর অঞ্জলিতে মিথিলাকে নিয়ে হাজির হন স্বামী সৃজিত মুখার্জি। দেবীর সামনে অঞ্জলি দেন তারা। এ সময় সৃজিতের পরনে ছিলো খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং স্ত্রী মিথিলাকে দেখা গেছে গাঢ় এবং সাদা পাড়ের শাড়িতে, মুখে ছিল সাদা ও কালো রঙের মাস্ক।

একই প্যান্ডেলে যান সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। স্বামী নিখিল জৈনের হাত ধরে লাল পাড় শাড়িতে সেজেছিলেন তিনি। পাশাপাশি ঢাকের তালে কোমর দোলাতেও দেখা যায় তাকে।

Exit mobile version