Site icon Jamuna Television

মার্কিন নির্বাচন পদ্ধতি এ বছর স্বচ্ছতা হারিয়েছে: এরিক ট্রাম্প

মার্কিন নির্বাচন পদ্ধতি এ বছর স্বচ্ছতা হারিয়েছে: এরিক ট্রাম্প

দীর্ঘদিন ধরে মার্কিনীরা যে নির্বাচনী পদ্ধতি দেখে আসছে এ বছর তার স্বচ্ছতা হারিয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার দুই দিন পরও পুরো প্রক্রিয়া শেষ না হওয়ায় এ মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি বলেন, এমন পরিস্থিতিতেও নিজ দল রিপাবলিকান নেতাদেরও পাশে পাচ্ছেন না তারা।

এরিক ট্রাম্প আরও বলেন, ভোট নিয়ে কি কাণ্ড হচ্ছে তা সবাই দেখছে। এমনকি মিডিয়া গুলোও তাদের পক্ষ নিয়ে কাজ করছে। স্বচ্ছ নির্বাচনের জন্য সবার বিরুদ্ধে একাই লাড়াই করে যাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপোষহীন থাকবেন তিনি। কারণ মার্কিনীরা কখনও চায়না ডেমোক্র্যাটদের মতো মেরুদণ্ডহীন সহিংস রাজনীতি।

এরিক ট্রাম্পের টুইটার পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version