Site icon Jamuna Television

আখাউড়ায় নেশার ওষুধ খাইয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, আটক ১

অভিযুক্ত জিয়ার হোসেনের সহযোগী ইব্রাহিম অপু।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নেশার ওষুধ খাইয়ে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জিয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার রাতে ভুক্তভোগীর পিতা বাদি হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়ার হোসেনের সহযোগী ইব্রাহিম অপু নামে এক যুবককে আটক করে।

ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত জিয়ার হোসেন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, অভিযুক্ত জিয়ার হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

Exit mobile version