Site icon Jamuna Television

বাইডেনের কাছে গুরুত্বের শীর্ষে করোনা নিয়ন্ত্রণ

ক্ষমতার পালাবদলে সবার আগে গুরুত্ব পাবে ‘করোনাভাইরাস মহামারি’ নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট শিবির থেকে এ তথ্য জানানো হলো।

ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক রাজ্য-শহরে আরও বেশি করোনার নমুণা পরীক্ষার সুযোগ বৃদ্ধি করবে নতুন সরকার। শিগগিরই মাস্ক পরিধান বাধ্যতামূলক করে নতুন বিধিমালাও পাশ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নাম প্রত্যাহারের বিষয়টিও পুনর্বিবেচনা করবেন বাইডেন।

লকডাউনে ধসে পড়া অর্থনীতি চাঙ্গা করা, বর্ণবৈষম্য নিয়ন্ত্রণ এবং প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরত যাওয়ার দিকেও মনোযোগ দিবে বাইডেন প্রশাসন।

গণনায় ‘ম্যাজিক ফিগার’ পেরিয়ে ২৭৯ ইলেক্টোরাল ভোট নিশ্চিতের পর বিজয় ঘোষণা দিয়ে সমাবেশও করেছেন বাইডেন-কমলা জুটি।

Exit mobile version