Site icon Jamuna Television

তবুও পরাজয় মানতে নারাজ ট্রাম্প

পরাজয় স্বীকারে রাজি নন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার, ভার্জিনিয়া থেকে হোয়াইট হাউসে ফিরেই এ মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী।

জানান, জালিয়াতি আর কারচুপির মাধ্যমে নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। বিষয়টি আদালতে মীমাংসা না হওয়া পর্যন্ত তিনি পরাজয় মানতে নারাজ।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের ব্যক্তিগত উপদেষ্টা জ্যারেড কুশনার, ইভানকা ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পরাজয় মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু, তাতে সায় দেননি ডোনাল্ড ট্রাম্প।

এখনও চার রাজ্যের পূর্ণাঙ্গ ফল প্রকাশ বাকি। নর্থ ক্যারোলাইনা ও আলাস্কায় এগিয়ে ট্রাম্প; যেগুলোর ইলেক্টোরাল ভোট ১৮টি। তবুও, সবমিলিয়ে জয়ের দ্বারপ্রান্তে যেতে পারবেন না বর্তমান প্রেসিডেন্ট। অবশ্য, ৭ কোটির ওপর পপুলার ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পও।

Exit mobile version