Site icon Jamuna Television

শিশুকে যৌন হয়রানির অভিযোগে একজন গ্রেফতার

নমুনা না দিয়েই এক যুবকের করোনা পজেটিভ!

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার দুপুরে শিশুটির মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করেছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তি আখাউড়া পৌরশহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন তার পরিবার।

মামলার এজাহার  ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে শিশুটি কলেজপাড়ার এক দোকান থেকে খাবার নিয়ে ফিরছিলেন। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ আনা হয়।

তবে অভিযুক্তের পরিবারের দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তার ছোট ছোট চার কন্যা শিশু রয়েছে। সে এমনটা কিছুতেই করতে পারেনা। সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আশা করছেন পরিবার।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী বলেন, ওই শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version