Site icon Jamuna Television

খুলনায় মাস্ক না পরায় ১৩ জনকে আটক

খুলনায় করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

খুলনায় মাস্ক না পরায় ১৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান। এ সময় নগরীর বিভিন্ন স্থানে মাস্ক না থাকা ১৩ জনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের আবারও নির্দেশনা দেয়া হবে বলেও জানানো হয়।

Exit mobile version