Site icon Jamuna Television

ব্রিফকেসের ভেতরে লাশ, ডুবিয়ে রাখতে পাঁচ ইটের সাহায্য!

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেস বন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১০ টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গঙ্গাশ্রম এলাকার একটি কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়। 

কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে, পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে দেখতে পায়, ভেতরে অপ্রকৃতস্থ হাড্ডিসার নারীর লাশ। বয়স আনুমানিক ৩৫ বছর। পানির মধ্যে যেনো লাশটি ডুবে থাকে সে জন্য ভেতরে পাঁচটি ইট ভরে দেয়া হয়েছিল।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অক্ষম থাকতে পারেন। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। পরিবার বোঝা সইতে না পেরে নারীটিকে হত্যা করে লাশ ব্রিফকেস বন্দী করে ফেলে যেতে পারে।

নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ শুরু করেছে।

Exit mobile version