Site icon Jamuna Television

সাকিবের ফিটনেস টেস্ট বুধবার

লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন টাইগার ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান। মাঝে দেশে ফিরলেও শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যাওয়া হয়নি সাকিবের। কিছুদিন ব্যাক্তিগতভাবেই ট্রেনিং করেছিলেন বিকেএসপিতে। গেল ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষে আবারও ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে থাকেন সাকিব। সেই কারণেই ৫ নভেম্বর দেশে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দিয়েই আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফেরার কথা রয়েছে সাকিবের। তার জন্য অবশ্য উতরে যেতে হবে ফিটনেস টেস্ট। আজ সোমবার সাকিবের ফিটনেস টেস্ট দেয়ার কথা থাকলেও সেটিতে অংশগ্রহণ করেনি ক্রিকেটের পোস্টার বয়। সকালে মিরপুর ইনডোরে সময় কাটিয়েছেন এরপর কিছুক্ষণ জিম করেই বেরিয়ে এসেছেন তিনি।

এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী বুধবার ফিটনেস টেস্টে অংশ নেবেন সাকিব আল হাসান। এছাড়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মোট ৮৫ জন খেলোয়াড়কে প্লেয়ার ড্রাফটে স্থান দেয়া হবে। এজন্য মোট ১১৩ জন ক্রিকেটারে ফিটনেস টেস্ট নেবে বিসিবি। আজ সারাদিনে মোট ৭৯ জন খেলোয়াড় অংশ নেবে বিপ টেস্টে আর এখানে ১১ পেলেই ফিটনেস টেস্টে পাস করবে ক্রিকেটাররা।

Exit mobile version