Site icon Jamuna Television

খুলনা পাওয়ার কোম্পানির প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার

সহকারী প্রকৌশলী ইমরান মাহমুদ।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড-কেপিসিএলের সহকারী প্রকৌশলী ইমরান মাহমুদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালের দিকে নগরীর খালিশপুর হাসপাতালের পেছনে খুলনা পাওয়ার ডরমিটরির তিন তলার একটি কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ইমরানের সহকর্মীরা জানান, সকালের শিফটে কাজে যোগ না দেওয়ায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে ডরমিটরির একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

সহকর্মীরা জানান, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো ইমরান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ইউএইচ/

Exit mobile version