Site icon Jamuna Television

বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় রয়েছে: ডিএমপি

রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় রয়েছে। ঢাকা ১৮’র উপনির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। জানিয়েছেন ডিএমপি মুখপাত্র ওয়ালিদ হোসেন।

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। কোন গ্রুপ সংঘবদ্ধ ভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটিয়েছে। এমন অপরাধ তারা আগেও করেছে, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডিএমপি মুখপাত্র জানিয়েছেন, রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আরো মামলা প্রক্রিয়াধীন, জড়িতদের ধরতে পুলিশ প্রশাসন তৎপর অব্যাহত আছে।

Exit mobile version