Site icon Jamuna Television

বিদ্রোহীদের আত্মসমর্পণে সময় বেধে দিল ইথিওপিয়া

টাইগ্রে অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের আত্মসমর্পণে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইথিওপিয়া। এরপরই অঞ্চলটিতে শুরু হবে সেনা অভিযান। রোববার টুইট বার্তায় ইথিওপীয় প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ এ ঘোষণা দেন।

অ্যাবি আহমেদ বলেন, পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে টিপিএলএফ বিদ্রোহীরা। তাই আত্মসমর্পণ ছাড়া আর পথ নেই তাদের। তবে প্রধানমন্ত্রীর এ ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিপিএলএফ।

এদিকে, টাইগ্রের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা করছে ইথিওপীয় সেনাবাহিনী। ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া সরঞ্জাম মোতায়েন করা হলেও সুড়ঙ্গ খুঁড়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার হুমকি দিয়েছে বিদ্রোহীরা। স্থল ও বিমান অভিযান চালিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো একের পর এক দখলমুক্ত করে চলেছে সেনাবাহিনী। মাসব্যাপী সহিংসতায় প্রাণ গেছে হাজারও মানুষের। তিন লাখ শরণার্থী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী সুদানে।

Exit mobile version