Site icon Jamuna Television

ঢাবি ভর্তি পরীক্ষায় কমলো এসএসসি-এইসএসসির নম্বর

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবণ্টন গৃহীত হয়েছে। আজ সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি নিয়ে এক সভায় পরীক্ষার মানবণ্টন ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিনস্ কমিটির সুপারিশ অনুযায়ী এবারের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষায় মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৪০ নম্বরের বর্ণনামূলকসহ মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ (১০+১০) নম্বর । ভর্তি পরীক্ষার পাশ নম্বর হবে ন্যূনতম ৪০%।

এসময়, ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয়।

Exit mobile version