Site icon Jamuna Television

কারিনার স্যান্ডেলের দাম ১ লাখ ২০ হাজার টাকা!

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

সম্প্রতি এই অভিনেত্রী একটি হ্যালোইন পার্টিতে অংশ নিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, কারিনার পায়ে একজোড়া স্যান্ডেল, যা নজর এড়াতে পারেনি ভক্তদের।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, কারিনা কাপুরের বোত্তেগা ভেনেতা ব্র্যান্ডের এই স্যান্ডেলের দাম এক হাজার ৪৩০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ২০ হাজার টাকার বেশি।

গণমাধ্যমটি আরও জানায়, কারিনার এমন অনেক দামি ও ফ্যাশনেবল স্যান্ডেলের সংগ্রহ রয়েছে।

পাঁচ বছর চুটিয়ে প্রেম করে ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর। তৈমুর নামে এক পুত্রসন্তান রয়েছে সাইফ ও কারিনার।

ইউএইচ/

Exit mobile version