Site icon Jamuna Television

হংকং’এ সরকারবিরোধী আন্দোলন ইস্যুতে তিন স্বাধীনতাকামীর দায় স্বীকার

হংকংয়ে গেলো বছরের সরকারবিরোধী আন্দোলন ইস্যুতে চলমান বিচারে দায় স্বীকার করেছেন স্বাধীনতাকামী জোশুয়া উং-সহ তিন গণতন্ত্রপন্থি।

সোমবার আদালতে হাজির হন তারা। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে প্রেক্ষিতে অন্তত পাঁচ বছরের জেল হতে পারে। তবে, স্বাধীনতার জন্য আন্দোলন অব্যাহত রাখবেন বলেই বেইজিংয়ের কোন আপোষে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তাদের বিরুদ্ধে ২০১৯ সালে আন্দোলন উস্কে দেয়া, নেতৃত্ব দান এবং অংশগ্রহণের অভিযোগ উঠে। হংকংয়ের ওপর চীনা প্রশাসনের প্রভাব ক্রমশ বাড়তে থাকায়, অঞ্চলটিতে বাকস্বাধীনতা ও নাগরিক অধিকার হুমকির মুখে বলে দাবি আন্দোলনকারীদের।

Exit mobile version