Site icon Jamuna Television

সিলেটে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সিলেটে বিয়ের ২ মাস পর এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানা পুলিশ নগরীর কাজিটুলা এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের শরীরে একাধিক নির্যাতনের দাগ রয়েছে। পলাতক রয়েছেন স্বামী মো. আল মামুন। নববধূর নাম তামান্না বেগম (১৯)। গত ৩০ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়।

স্বজনরা জানান, সকাল থেকে তামান্না ও তার স্বামী আল মামুনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এমনকি মামুনের আত্মীয় স্বজনের নম্বরও বন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। দুপুরের দিকে পুলিশ নিয়ে এই দম্পতির কাজীটুলার অন্তরঙ্গ এ/৪ নম্বর ভাড়া বাসায় গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন বিছানায় তামান্নার লাশ।

ইউএইচ/

Exit mobile version