Site icon Jamuna Television

চাঁদ থেকে পাথরের নমুনা সংগ্রহে নভোযান পাঠালো চীন

চাঁদ থেকে পাথরের নমুনা সংগ্রহে নভোযান পাঠিয়েছে চীন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে লংমার্চ ফাইভ রকেটে চেপে রওয়ানা দেয় এটি।

হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চ্যাং-ই ফাইভ নামের নভোযানটি। ৪০ বছরেরও বেশি সময় পর তৃতীয় দেশ হিসেবে এ অভিযান শুরু করলো চীন।

দেশটির গণমাধ্যমে বলা হয়, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি পৃথিবীতে ফিরে আসবে চ্যাং-ই ফাইভ। এর আগে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করেছিল গবেষণার জন্য।

Exit mobile version