Site icon Jamuna Television

বগুড়ায় চালু হলো ট্রিপল নাইন ডেডিকেটেড গাড়ি

বগুড়া ব্যুরো:

জরুরি প্রয়োজনে ৯৯৯-এ আসা ফোনকলে দ্রুত সাড়া দিতে বগুড়ায় তিনটি ডেডিকেটেড
গাড়ি সংযুক্ত করেছে জেলা পুলিশ।

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল বাতেন মঙ্গলবার এই গাড়ি তিনটি উদ্বোধন করেন। ২০১৭ সালের ডিসেম্বরে দেশে এই জরুরি সেবার কল নম্বর চালুর পর প্রথম কোনো জেলায় ট্রিপল নাইন ডেডিকেটেড গাড়ি সংযোজন হলো।

মঙ্গলবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে গাড়ি তিনটি উদ্বোধনের পর ডিআইজি আবদুল
বাতেন জানান, এ পর্যন্ত সারাদেশে ২ কোটি ৪০ লাখ ফোনকল এসেছে পুলিশের এই জরুরি সেবায়। যানবাহন স্বল্পতায় অনেক সময় সেবাগ্রহীতার ফোনকলের পর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায় সংশ্লিষ্ট এলাকার পুলিশ সদস্যদের। এই সঙ্কট দূর করতে জেলা পুলিশের উদ্যোগে এই তিনটি গাড়ি সংযোজন করা হলো।

তিনি বলেন, এখন থেকে বগুড়ার ১২ উপজেলা থেকে ট্রিপল নাইনে আসা যে কোনো ফোনকলে সাড়া দিতে গাড়ি তিনটি ব্যবহার হবে। এতে এই জরুরি ফোনকল সেবা আরও দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ইউএইচ/

Exit mobile version