Site icon Jamuna Television

সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের নামাজে জানাজা সম্পন্ন

সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর জাতীয় প্রেসক্লাব, আওয়ামী লীগ, তথ্য মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও সাংবাদিকদের একজন অভিভাবক হারালাম। এ ক্ষতি অপূরণীয়।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মুনীরুজ্জামান। তিনি আজ সকাল ৭টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ইউএইচ/

Exit mobile version