Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা থেকে ফিরেই সাকিবের উইকেট সাফল্য

জুয়াড়িদের খপ্পরে পড়ে একবছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। গত ২৯ অক্টোবর শেষ হয় সাকিবের সেই নিষেধাজ্ঞা। ৪০৯ দিন পর মঙ্গলবার শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরেন সাকিব।

লম্বা সময় পর বল হাতে নিয়েই উইকেটের সাফল্য পেলেন খুলনার এ অলরাউন্ডার। টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় আর নিজেদের প্রথম ম্যাচে সাকিব ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই শিকার করেন আফিফ হোসেন ধ্রুবর উইকেট। ৩ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ইউএইচ/

Exit mobile version