Site icon Jamuna Television

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বার্কলে

আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সভাপতি গ্রেগ বার্কলে। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ইমরান খাজাকে ১১-৫ ভোটে হারিয়ে সভাপতি হয়েছেন বার্কলে।

আইসিসি চেয়ারম্যান নির্বাচনের ভোটার ১৬টি বোর্ড। নিয়ম অনুযায়ী প্রধানের পদ পেতে হলে দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন। অর্থাৎ ১১টি ভোট পেতেই হবে দায়িত্ব নিতে।

প্রথম ভোটাভুটিতে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে ১০ আর আইসিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান খাজা পান ৬ ভোট। সেজন্য দ্বিতীয় দফায় আবারও ভোটাভোটি হয়। যেখানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ভোট বদলে বার্কলেকে বেছে নিলে চেয়ারম্যানের দায়িত্ব পান এই কিউই।

ইউএইচ/

Exit mobile version