Site icon Jamuna Television

বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২৮ বিলিয়ন ডলারের বেশি।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য এক লাফে ৭২০ কোটি ডলার বেড়ে যাওয়ায় এ অবস্থানে উঠে আসেন তিনি। পেছনে ফেলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে। ধনীর তালিকায় এই মুহূর্তে এলন মাস্কের ওপরে আছেন কেবল আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

মাত্র কয়েকদিন আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়েছে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। প্রথম বেসরকারি মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয়বারের মতো এ সাফল্য পেলো স্পেস এক্স।

Exit mobile version