ভ্রমণকারীদের কিউআর কোডের আওতায় আনতে চায় চীন

|

কিউআর কোড ব্যবহারে বৈশ্বিক ভ্রমণব্যবস্থা চালু করতে চায় চীন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এমন একটি বৈশ্বিক পদ্ধতি চালু করার আহ্বান জানিয়েছেন, যা আন্তর্জাতিক ভ্রমণের জন্য কিউআর কোড ব্যবহার করবে। এই কোডগুলো ভ্রমণকারীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তথ্য জানাবে।

তিনি মনে করেন, এ পদ্ধতি সবাই ব্যবহার করলে ভ্রমণকারীদের শরীরে সংক্রমণ আছে কিনা তা মনিটর করতে সহজ হবে।এ ধরনের কোড নিউক্লিক অ্যাসিডভিত্তিক টেস্ট সার্টিফিকেট শনাক্ত করতে পারবে।

এক প্রতিবেদন বলছে, যাত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সহায়তা করবে কিউআর কোড। এদিকে মানবাধিকার বিষয়ের আইনজীবীরা সতর্ক করেছেন যে, ‘বিস্তৃত পরিসরে রাজনৈতিক নজরদারি এবং বাধাদানের’ কাজে ব্যবহৃত হতে পারে এই কোড।

জি-২০ সামিটের অনলাইন সভায় এ প্রস্তাব তুলেছেন জিন পিং। চীনা প্রেসিডেন্ট বলেছেন, ‘নিউক্লিক অ্যাসিড পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে স্বাস্থ্য সনদ’ শনাক্তের কাজে লাগতে পারে এ কোড।

কিউআর কোড হলো এক ধরনের বার কোড, যা মোবাইল অ্যাপ দিয়ে পড়া যায়। ফেব্রুয়ারি মাস থেকে এ ব্যবস্থায় ট্রাফিক বাতির মতো স্বাস্থ্য কোড ব্যবহার করছে চীন।

সবুজ কোডের মানে হচ্ছে ব্যবহারকারী উন্মুক্তভাবে যাতায়াত করতে পারবেন। আর কমলা বা লাল কোডের অর্থ তাকে দু’সপ্তাহ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply