Site icon Jamuna Television

টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে পড়লেন মোমিনুল হক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে খুলনার বিপক্ষে ফিল্ডিং করার সময় বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না মোমিনুল হকের।

খুলনার বিপক্ষে ফিল্ডিং করার সময় ইনিংসের ১৮তম ওভারে বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মোমিনুল হক। তখন ব্যাপারটি খুব বেশি গুরুতর মনে না হলেও আজ (রোববার) স্ক্যান রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়ায় এই টুর্নামেন্ট থেকে ছিটকে পরেছে মোমুনুল হক।

এই ব্যাপারে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী মোমিনুল হককে বলেছেন তিন থেকে চার সপ্তাহ রেস্ট নিতে হবে তাকে। এর মানে তার এই টুর্নামেন্ট খেলা হবে না। আগামীকাল ডাক্তার দেখাবেন মোমিনুল হক।

খুলনার বিপক্ষে এই চোট নিয়েই ব্যাটিং করেছিলেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। ব্যাট হাতে অপরাজিত ছিলেন সাত বলে ৫ রানে।

Exit mobile version