Site icon Jamuna Television

ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিলো বার্সেলোনা

সব সমলোচনার জবাব দিয়ে বার্সাকে জয়ে ফেরালেন লিওনেল মেসি। প্রতিপক্ষ দুর্বল হলেও জয়টাকে জয়ের মতই উদযাপন করেছে বার্সার খেলোয়াড়রা। ন্যূ ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয়ে আবারও নিজেদের কক্ষপথে ফিরেছে বার্সেলোনা।

দলের হয়ে গোল করেছেন লিওনেল মেসি, মার্টিন ব্র্যাথওয়েট, আঁতোয়ান গ্রিজমান ও ফিলিপ কৌতিনহো। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে গেলো বার্সা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

এর আগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

Exit mobile version