Site icon Jamuna Television

উত্থান-পতনের ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ইয়ন মরগানের ইংল্যান্ড। পার্লের বোলান্ড পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৬ রানে তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে, সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানেই উইকেট হারায় ইংল্যান্ড। এনডিগির বলে ফিরে যাবার আগে ১৯ বলে ১৪ রান করেন জেসন রয়।

দলীয় ৫০ রানে ও ব্যাক্তিগত ২২ রানে বাটলারকে প্যাভিলিয়নের পথ দেখান তাবরিজ শামসি। এর পরে আরও ভয়ংকার হয়ে ওঠেন প্রটিয়াদের বাঁ হাতি এই স্পিনার। জনি বেয়ারস্ট ও বেন স্টোকসকে ফিরিয়ে দিয়ে টেনে ধরেন ম্যাচের লাগাম। তবে একপ্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যান ডেভিড মালান। ৪০ বলে সাতটি চার আর একটি ছয়ের সাহায্যে ৫৫ রানে করে আউট হন এনডিগির বলে।

৬ নম্বরে নেমে স্যাম কারানকে সাথে নিয়ে নির্ধারিত ২০ ওভারের ১ বল হাতে রেখেই চার উইকেটের জয় নিশ্চিত করেন অধিনায়ক ইয়ন মরগান। মরগান অপরাজিত ছিলো ২০ বলে ২৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৬/৬ (ডি কক ৩০, জর্জ লিন্ড ২৯, ভেন দার ডুসেন ২৫)।
ইংল্যান্ড: ১৯.৫ ওভারে ১৫০/৬ (ডেভিড মালান ৫৫, মরগান ২৬*, বাটলার ২২, বেন স্টোকস ১৬; তাবরিজ শামসি ৩/১৯, এনডিগি ২/৫১)।
ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।

Exit mobile version