Site icon Jamuna Television

রংপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে রংপুরের হাটাবাজারগুলো। এতে মারাত্নক হুমকির মুখে পড়েছে পরিবেশ। পরিস্থিতি মোকাবেলায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রংপুর জেলা প্রশাসন, র‌্যাব ও পরিবেশ অধিদফতর।

রোববার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত রংপুর মহানগরীর নবাবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রট মাহমুদ হাসান মৃধা। এসময় ১০টি পলিথিনের গোডাউনে অভিযান চালিয়ে ছয় টন পলিথিন জব্দ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, রংপুরের সব হাটবাজার ও কারখানায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চলবে।

Exit mobile version