Site icon Jamuna Television

নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলো প্রধান বিরোধী নেতা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলো প্রধান বিরোধী নেতা ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ।

একই সাথে পার্লামেন্টে ভেঙে দেয়ার বিলও উত্থাপন করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতাসহ নানা অভিযোগ তোলেন গানৎজ।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভোটাভুটির আভাসও দেন ব্লু এবং হোয়াইট পার্টির প্রধান। তার অভিযোগ, বাজেট পেশ থেকে শুরু করে সবকিছুতে একক আধিপত্য দেখানোর পাশাপাশি মিথ্যাচার করছেন নেতানিয়াহু।

গেলো দুই বছরের মধ্যে চার বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ চলছে।

ইউএইচ/

Exit mobile version