Site icon Jamuna Television

ব্রাজিলে আড়াই টনের বেশি কোকেইনসহ সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ২

রিও ডি জেনেরিও’র পৌর এলাকা থেকে আড়াই টনের বেশি কোকেইন উদ্ধার করলো ব্রাজিল পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতে চালানো হয় অভিযান।

পুলিশের দাবি, চলতি বছরের সবচেয়ে বড় চালান উদ্ধার হলো। একইসাথে, এর সাথে জড়িত থাকার দায়ে এক সাবেক সেনাকর্মকর্তাসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।

বর্তমানে, পুলিশের হেফাজতে রয়েছে উদ্ধারকৃত মাদক ও দুই সন্দেহভাজন। জেরার মাধ্যমে চলছে তথ্য উদ্ধারের চেষ্টা। অবশ্য, কোথায় বিপুল পরিমাণ এ মাদক পাচার করা হচ্ছিলো- সেটা এখনো অনিশ্চিত।

Exit mobile version