Site icon Jamuna Television

রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে ২০টি বাস

রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২০টি বাস

ভাসানচরে স্থানান্তরের জন্য কক্সবাজার থেকে ২০টি বাস রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।

চট্টগ্রাম থেকে নৌপথে তাদের ভাসানচর নেয়া হবে। প্রথম ধাপে কতজন রোহিঙ্গা যাচ্ছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

গতকাল কয়েকটি বাসে রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়। ভাসানচরে স্থানান্তরের জন্য ২৯টি বাস উখিয়ার ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকে ক্রমান্বয়ে রোহিঙ্গাদের চট্টগ্রাম হয়ে ভাসানচর নেয়া হচ্ছে।

Exit mobile version