Site icon Jamuna Television

কাতারের উপর থেকে অবরোধ তুলে নিতে পারে সৌদিসহ চার আরব দেশ

তিন বছরেরও বেশি সময় পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের সাথে দ্বন্দ্বের অবসান হতে পারে সৌদি আরবসহ চার পারস্য উপসাগরীয় প্রতিবেশির।

সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবর, এরই মধ্যে একটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে সব পক্ষ। বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার মীমাংসা চুক্তির উদ্যোক্তা। জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে দীর্ঘ এ সংকট সমাধানে তৎপরতা বাড়িয়েছে তার সরকার। এ লক্ষ্যে বুধবারই রিয়াদে পৌঁছেছেন কুশনার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ শেষে, দোহায় কাতারের আমির শেখ তামিমের সাথেও বৈঠক করেছেন তিনি।

বর্তমানে কূটনৈতিক সংকটের কারণে সৌদি ও আমিরাতের আকাশসীমায় কাতারের বিমান চলাচল নিষিদ্ধ।

Exit mobile version