Site icon Jamuna Television

দাম্পত্য কলহের জেরে রাজধানীতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

প্রতীকী ছবি।

দাম্পত্য কলহের জেরে রাজধানীর হাজারিবাগে রুকসানা নামের এক নারীকে হত্যা তার স্বামী ইউসুফ রানা। হত্যাকারী রানাকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।

জানা যায়, বুধবার রাতে কলহের এক পর্যায়ে রুকসানার মাথায় ধাতব বস্তু দিয়ে বারবার আঘাত করে ইউসুফ রানা। এতে প্রচুর রক্তক্ষরণে সেখানেই রুকসানার মৃত্যু হয়। রুকসানার পরিবারের দাবি মাদকাসক্ত ছিল চটপটি বিক্রেতা রানা। বিয়ের পর থেকেই নানা বাহানায় টাকা দাবি এবং না পেলেই নির্যাতন করতো রুকসানাকে।

পুলিশ জানায় আটকের পর নিজ হাতে স্ত্রী রুকসানাকে হত্যার কথা স্বীকার করেছে ইউসুফ রানা। রুকসানার একমাত্র শিশুকন্যা আলিফা এখন দাদী পারুল বেগমের আশ্রয়ে থাকবে।

Exit mobile version