আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতা পেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে।
বৃহস্পতিবার সকালে লক্ষীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালী যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো ধরনের বাধা দিবে না।
দলীয় নেতাকর্মীদের সাবধান করে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহ করে যারা নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না বলে নেতাকর্মীদের সতর্ক করে দেন ওবায়দুল কাদের।

