Site icon Jamuna Television

বিশ্বের সেরা শিক্ষক হিসেবে পুরষ্কার জিতলেন ভারতের রণজিৎ সিং দেশালে

বিশ্বের সেরা শিক্ষক হিসেবে ইউনিসেফের পুরষ্কার জিতলেন ভারতের রণজিৎসিং দেশালে। পুরষ্কারের অর্থ ১০ লাখ ডলার ভাগ করে নিয়েছেন ৯ প্রতিযোগীর সাথে।

নারী শিক্ষার প্রচার এবং করোনাকালে কুইক রেসপন্স কোডেড পদ্ধতিতে শিক্ষা প্রদানের কারণে তাকে এই পুরষ্কার দেয়া হয়। এরফলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের জীবনে আমূল পরিবর্তন আনা সম্ভব হয়েছে।

এদিকে পুরষ্কার জিতার ফলে, মহারাষ্ট্রের শোলাপুরের জেডপি স্কুলের শিক্ষক রনজিৎকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইউনেস্কোর অংশীদারিত্বে ২০১৪ সালে এই পুরস্কারের সূচনা করে ভারকে ফাউন্ডেশন।

Exit mobile version