Site icon Jamuna Television

খুলনার হয়েই খেলবেন মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তুজা। ফাইল ছবি।

টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে জেমকন খুলনার হয়ে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিপ টেস্টে উতরে যাবার পরই বিসিবিতে অফিসিয়ালি লটারির ব্যবস্থা করা হয়। সেখানে খুলনার ভাগ্যই ওঠে মাশরাফীর নাম। এর আগে, মাশরাফীকে দলে পেতে বিসিবির কাছে আপিল করেছিল খুলনা।

মাশরাফীকে পেতে আগ্রহ দেখিয়েছিল ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল। এদের মধ্যে ঢাকা ছাড়া আর সবগুলো দলই বিসিবির কাছে লিখিত আপিল করেছিল। সব কিছু ঠিক থাকলে আগামী ম্যাচে খুলনার হয়ে মাঠে দেখা যাবে মাশরাফীকে।

এর আগে, বিসিবি থেকে বলা হয়েছিলো ইনজুরি থেকে ফেরার পর মাশরাফীকে যদি একাধিক দল নিতে চায় তবে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে মাশরাফী কোন দলে খেলবেন। শেষ পর্যন্ত তারকাবহুল খুলনাতেই ঠাঁই হলো ম্যাশের।

মাশরাফীকে পেয়ে উচ্ছ্বসিত জেমকন খুলনার ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, আমরা মাশরাফীর মতো একজন খেলোয়াড়কে পেয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি গোটা টিমের জন্য একটা মটিভেশন হিসেবে কাজ করবেন। এই প্রথম খুলনার কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন তিনি। এটিও আমাদের জন্য আনন্দের। আশা করি মাশরাফী নিজের প্রত্যাশা মতো পারফর্ম করবেন।

Exit mobile version