Site icon Jamuna Television

পাকিস্তানে চালু হচ্ছে ভার্জিন এয়ারলাইন্সের ফ্লাইট

ডিসেম্বরের ১৩ তারিখ থেকে পাকিস্তানে নিজেদের ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ব্রিটিশ বিমান সংস্থা ভার্জিন আটলান্টিক। এ বিষয়ে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথেও চুড়ান্ত চুক্তি সম্পাদন হয়েছে। খবর ডন’র।

পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেয়া তথ্যানুসারে, ডিসেম্বরের ২ তারিখ ভার্জিন এয়ারলাইন্সের আবেদনের ভিত্তিতে তাদেরকে ইসলামাবাদ ও লাহোরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। বিমান সংস্থাটি এয়ারবাস এ-৩৩২ বিমানদ্বারা সপ্তাহে শহরদুটিতে আটটি ফ্লাইট পরিচালনা করবে।

বিমান চলাচলের সূচী অনুযায়ী ১৩ ডিসেম্বর লন্ডন থেকে উড়াল দিয়ে ১৪ ডিসেম্বর লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির প্রথম ফ্লাইট অবতরণ করবে।

Exit mobile version