Site icon Jamuna Television

জামালপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

জামালপুরে সহোদর বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৫ সালে সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের শামছুল হকের ছেলে মো. সুমন সকাল বেলা তার সহোদর বড়ভাই সেজনু মনিরকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য গলা চেপে ধরে।

কিন্তু সেজনু মনিরের আর্তনাদে আশেপাশের লোকজন দেখে ফেলে এবং মো. সুমন পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যায় সেজনু মনির। নিহতের স্ত্রী শাহান শারমিন সরিষাবাড়ী থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বড় ভাইকে হত্যার অপরাধে মো. সুমনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন।

Exit mobile version