Site icon Jamuna Television

ইসরায়েলী দখলদারিত্বের কড়া সমালোচনা করলেন সৌদি রাজপুত্র তুর্কি আল ফয়সাল

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের কড়া সমালোচনা করলেন সৌদি রাজপরিবারের সদস্য ও কূটনীতিক তুর্কি আল ফয়সাল। এমন সময় তিনি এ মন্তব্য করলেন যখন আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েল।

বাহরাইনের নিরাপত্তা সম্মেলনে প্রিন্স স্পষ্ট বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা ছাড়া ইসরায়েলের স্বীকৃতি নয়। ইসরায়েলকে ঔপনিবেশিক শক্তি হিসেবেও অভিহিত করেন তিনি।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় ধরে সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তুর্কি।

Exit mobile version