Site icon Jamuna Television

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার। ভারতীয় প্রতিষ্ঠান এম এস রিকা গ্লোবাল সরবরাহ করবে এই চাল। প্রতি কেজির দাম পড়বে ৩৪ টাকা ২৮ পয়সা। মোট ব্যয় দাঁড়াবে ১৭১ কোটি ৪৪ লাখ টাকা। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

বুধবার সকালে বৈঠকে চাল কেনার এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এছাড়াও তিন লটে ৫৫ হাজার টন ইউরিয়ার সার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। চলতি অর্থ-বছরের জন্য এই সার কেনায় ব্যয় হবে প্রায় ১৬৭ কোটি টাকা।

এছাড়া বেসরকারি খাতে বাগেরহাটের মংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে। এতে ব্যয় হবে ২ হাজার ৩৫ কোটি টাকা। উৎপাদনে গেলে প্রতি কিলোওয়াট বিদ্যুতের ব্যয় দাঁড়াবে ১০ টাকা ৫৬ পয়সা। ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বৈঠকে মোট ১০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটি।

Exit mobile version