Site icon Jamuna Television

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

পরকীয়ায় বাধা দেয়ার জেরে রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ বছর আগে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার তালেব মিয়ার পুত্র রাজু মিয়ার সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী দমদমা লক্ষণপাড়ার ইলিয়াস আহমেদের মেয়ে নাসরিন বেগমের সাথে। সাম্প্রতিক সময়ে রাজু বলদিপুকুর এলাকার এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একাজে বাধা দেয়ায় শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু স্ত্রী নাসরিনকে পিটিয়ে হত্যা করে। পরে ঘরের ছাদের বাঁশের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেছি। এখন ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে তদন্তে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ইউএইচ/

Exit mobile version