Site icon Jamuna Television

৩৬ রানের ইনিংস নিয়ে ফানি টুইট করলেন শেবাগ

অস্ট্রেলিয়ার সাথে মাত্র ৩৬ রানে অল আউট হওয়ার পর থেকেই ভারতের ক্রিকেটার আর স্কোর নিয়ে ট্রল করায় ব্যস্ত হয়ে উঠেছেন কোচি থেকে বুড়ো।

সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশে ও বিদেশ থাকা ক্রিকেট ভক্তরাও মেতে উঠেছেন ট্রলে। কেউ কেউ আবার ভারতের ১১ ব্যাটারের রান সংখ্যা এক সাথে করে বানিয়ে ফেলছেন ১১ ডিজিটের টেলিফোন নম্বরও।

কিন্তু ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের মতে এটি কোন টেলিফোন নম্বর নয় শেবাগের কাছে সেটি ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ওটিপি। তাঁর টুইটে তিনি লিখেছেন, এই পুরো ব্যাপারটা ভুলে যাওয়ার ওটিপি বলেই মনে হচ্ছে ৪৯২০৪০৮৪০৪১।

Exit mobile version