Site icon Jamuna Television

ভাস্কর্যের নিরাপত্তায় থাকবে সাদা পোশাকের পুলিশ; প্রয়োজনে বসবে সিসিটিভি

ঢাকা মহানগরীর ভাস্কর্যগুলো যেন কেউ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সাদা পোশাকে নিরাপত্তা প্রদান ও সিসিটিভির ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তিনি। 

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সর্তকর্তার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

Exit mobile version