Site icon Jamuna Television

নাটোরের সিংড়ায় বিপন্ন হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের সিংড়ায় হিমালয়ী গৃধিনী বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বামিহাল-কাকিয়ান গ্রামের আলহাজ্ব ইনসান আলীর বাড়ি থেকে শকুনটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় কাকিয়ান গ্রামের ধানক্ষেতের কারেন্ট জালে আটকে অসুস্থ হয়ে পড়ে শকুনটি। পরে মোবাইলফোনে ঢাকা ক্রাইম কন্ট্রোল ইউনিট এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি অবগত করেন স্থানীয় কিশোর রাফিউল ইসলাম রাজ। এরই সূত্র ধরে শনিবার সকালে শকুনটিকে উদ্ধার করা হয়। বর্তমানে পরিবেশ কর্মী হাসান ইমাম ও আব্দুর রশিদের তত্ত্বাবধানে সেবাযত্ন করা হচ্ছে।

পরবর্তীতে (২০ ডিসেম্বর) রোববার সকালে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে। এটা হিমালীয় গৃধিনী প্রজাতির শকুন। প্রাণীটি বিপন্ন পরিবেশ ও খাদ্যের অভাবসহ নানা সংকটে এরা ছুটে বেড়ায় বলে জানান পরিবেশবাদীরা।

ইউএইচ/

Exit mobile version