Site icon Jamuna Television

লেভারকুজেনকে হারিয়ে আবারও শীর্ষে বায়ার্ন

আবারও বুন্দেসলিগার শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। রাতে লেভানডোভস্কির জোড়া গোলে বায়ার লেভারকুজেনকে ২-১ গোলে হারিয়ে মসনদ ফিরে পেয়েছে বাভারিয়ানরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় ফিফার বর্ষসেরা ফুটবলার লেভানডোভস্কি ও ম্যানুয়েল নয়ারকে সংবর্ধনা দেবার ম্যাচে ১৪ মিনিটে প্যাটরিক শিকের দুর্দান্ত ভলিতে প্রথম লিড পায় বায়ার লেভারকুজেন। ৪৩ মিনিটে লেভারকুজেন ডিফেন্ডারদের ভুলের ফায়দা নিয়ে আনমার্ক লেভানডোভস্কি সমতায় ফেরায় জার্মান চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধে আক্রমণের পরসা সাজায় বায়ার্ন। তবের জয়ের জন্য ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় বাভারিয়ানদের। লেভানডোভস্কি ম্যাচে নিজের দ্বিতীয় আর মৌসুমের ১৭তম লিগ গোল করলে ২-১ গোলের জয়ে টেবিলের শীর্ষে ওঠে বায়ার্ন।

ইউএইচ/

Exit mobile version