বাংলাদেশ ও ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে বড় বধ্যভূমিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে নতজানু অবস্থানে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছে। বহির্বিশ্বে দেশের সম্মানজনক অবস্থা ধরে রাখতেও ব্যর্থ হয়েছে।
সীমান্ত হত্যা বন্ধে যৌক্তিক প্রতিবাদ জানানোর আহ্বান জানান রিজভী আহমেদ। সীমান্তে হত্যার প্রতিবাদে আগামীকাল জেলা ও মহানগরে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ইউএইচ/

